জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে ভোট হতো না— এ কথা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দলের বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের জানান, জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি ‘বি’ টিম আগেই তৈরি রেখেছিল সরকার৷ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও গায়ের জোরে নির্বাচনে যেতে বাধ্য করেছিল হাসিনা সরকার।
জাপা চেয়ারম্যান বলেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ ছিল শুরু থেকেই। নতুন বাংলাদেশে চাপমুক্ত থেকে জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়েই কাজ করতে চায় তারা। এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কি না, এই শঙ্কাও প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা সরকারের কোনো অপকর্মে সমর্থন দেননি বলেও দাবি করেছেন জি এম কাদের। তার ভাষ্য, কিছু কিছু নেতা দলের নাম ভাঙিয়ে সুযোগ নিয়েছিল।