হোম ফিচার ৭ম শ্রেনীর ছাত্রী বিউটির উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের দিনমজুর আবু বক্কর সিদ্দিকের মেয়ে বিউটি (১২) নামের এক ছাত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ।পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে, তার অবস্থা খুবই খারাপ। বিউটির এ্যাপেনডিস এবং পেটের ভিতরে টিউমার সহ অনেক জটিল রোগের কারনে বিগত ১মাস ১৫দিন পূর্বে অপারেশন করলে ও পরিবারের পক্ষে ঠিকমত ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য যোগান না দিতে পারায় নিউট্রিরিশন জনিত কারণে বর্তমানে তার কিছু খেলে বমি হচ্ছে। দিন দিন কংকাল হয়ে যাচ্ছে সে। দিনে ৪-৫ হাজার টাকার ঔষুধ লাগছে তার। উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন। বিউটি স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ালেখা করে। চলমান করোনা ভাইরাস মহামারির কারণে অনেকেরই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দিন। তাই কেউ বেশি টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারছেন না। কিন্তু ৫০০/১০০০ টাকা কারোর কাছে কোনো বিষয় না।সবাই যদি অল্প করে দেই অনেক টাকা হওয়া সম্ভব। আপনাদের একদিনের পকেট খরচ একটা মেয়ের জীবন বাচাতে পারে। এমতাবস্থায় সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন বিউটির পিতা।বিউটির চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করা যাবে তার পিতার বিকাশ নাম্বার 01865818323

সম্পর্কিত পোস্ট

মতামত দিন