হোম অন্যান্যসারাদেশ ৫ হাজার টাকা প্রতিমন পাটের মুল্য করার দাবীতে নড়াইলে মানববন্ধন

নড়াইল অফিস:

কৃষকের অধিকারে ঐক্যবদ্ধ হও’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পাট চাষিদের বাঁচাতে পাটের মূল্য ৫ হাজার টাকা ধার্য ও সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

রোববার (২৭ আগস্ট) জাতীয় কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন জাতীয় কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ ও পাট চাষিরা। এ সময় জেলা প্রশাাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসসক (সার্বিক) শাশ্বতী শীল স্মারকলিপি গ্রহন করেন।

আধাঘন্টা ব্যাপি চলামানববন্ধনে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সাবেক সংসদ ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মাদ হাফিজুর রহমান,নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ নওরোজ মোল্যা,সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ লাকিতুল্লাহ, সাংগঠনিক সম্পাকদ আব্দুল হান্নান খান বক্তব্য দেন ।

এ সময় বক্তারা বলেন ,প্রতিমন পাট উৎপাদন খরচ ২ হাজার ৫শত টাকা, বর্তমান বিক্রয় মুল্য ১ হাজার ৮শত টাকা। প্রতিমন পাটে ৬ থেকে ৭ শত টাকা লোকশান গুনতে হচ্ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে চাষীদের কাছ থেকে পাট ক্রয়ের দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন