হোম জাতীয় ৫ দিন পর ময়মনসিংহ-মোহনগঞ্জ ট্রেন চলাচল শুরু

জাতীয় ডেস্ক :

পাঁচ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে পড়া হাওর এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

এরপর থেকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে সবগুলো ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে বুধবার (২২ জুন) বারহাট্টার ইসলামপুর এলাকায় বন্যার পানিতে ভেঙে পড়া কালভার্টটি মেরামত করে রেল কর্তৃপক্ষ।

এই রুটে প্রতিদিন লোকালসহ মোট ৫টি ট্রেন চলাচল করে।

এর আগে গত ১৮ জুন (শনিবার) পাহাড়ি ঢলে বারহাট্টা অতিথপুর এলাকায় ৩নং রেল ব্রিজ ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন (১৯ জুন) থেকে নেত্রকোনা ও বারহাট্টা পর্যন্ত ট্রেন চলাচল করলেও মোহনগঞ্জের স্টেশন বন্ধ ছিল।

বারহাট্টা স্টেশনের মাস্টার গোলাম রব্বানী জানান, আটকে থাকা হাওর এক্সপ্রেসটি বৃহস্পতিবার সকাল ৯টায় ছেড়ে গেছে। এরপর লোকাল, মহুয়া এবং কমিউটার পর্যায়ক্রমে আসে এবং যায়। পাঁচ দিনে মেরামত শেষে পুরো একদিন ট্রায়াল দিয়ে ট্রেন ছাড়া হয়।

এদিকে দীর্ঘ সময় পরে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে মোহনগঞ্জবাসীর মাঝে। একে তো বন্যায় সকল সড়ক ডুবে গেছে। তার উপরে নিরাপদ যাতায়াতের ট্রেনটিও ছিল বন্ধ। যে কারণে অনেক ভোগান্তি পোহাতে হয় এ অঞ্চলের মানুষদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন