হোম রাজনীতি ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী

৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

অনলাইন ডেস্ক:
পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ ডিসেম্বর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগ শ্রদ্ধা জানানো হয়।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ আগস্টের পর আপনাদের আত্মসাতের ঘটনাও জনগণ দেখেছে।’

তিনি বলেন, ‘আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রগ কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রগ কাটে, তাদের জনগণ ঠিকই চেনে।’

রিজভী বলেন, আজকে সব গণতন্ত্রমনা শক্তির এক জায়গায় থাকার কথা ছিল৷ কিন্তু এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই-একটি রাজনৈতিক দল নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, এদেশের মানুষ এসব জানে। জনগণ জানে কারা দেশপ্রেমিক, কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে।

বিএনপির এই নেতা বলেন, ‘উপদেষ্টাদের প্রায় অনেকেই সবক দেন, দু-একটি দলও সবক দেয় যে, চাঁদাবাজ বিদায় হয়েছে, আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না। চাঁদাবাজ না আসুক, এসব কাদের উদ্দেশ্য করে বলছেন?’

‘শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসেবে ৫ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ হতে দেখিনি? আমরা তো দেখেছি একটি রাজনৈতিক দলের অনুসারীরা কীভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল। তাহলে কোন মুখে বলছেন- এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে এসব বলছেন, আমরা কি বুঝতে পারি না?’ বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমরা তো প্রথমেই দেখলাম ৫ আগস্টের পরদিনই ইসলামী ব্যাংক দখল করেছে, এটি কি জনগণ দেখেনি? এটা তো দেখেছে জনগণ। আজকে বড় বড় কথা বলেন। কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। জেলায় জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ড দখল, টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয়?’

জামায়াতের নাম না নিয়ে রিজভী আরও বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আপনাদের ৭১ এর অর্জন কী? আপনারা ৭১ এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৭১, ৯০ এর গৌরব বিএনপির।’

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে দলটির ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘এরশাদের সঙ্গে ৮৬ সালে নির্বাচনে যাননি? এটাও তো জনগণ জানে। বিএনপি তখন নির্বাচনে যায়নি। খালেদা জিয়া বলেছিলেন স্বৈরাচারী এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বার বার মুনাফেকি করা? ইসলামের মর্ম বাণী হচ্ছে অঙ্গীকার রক্ষা করা।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন