হোম জাতীয় ৫৮৩ দিন পর ববিতে ফের প্রাণচাঞ্চল্য

জাতীয় ডেস্ক :

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধের পর অবশেষে আজ থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস কার্যক্রম। ফলে ক্যাম্পাস ফিরে পেয়েছে প্রাণ এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে পুরো ক্যাম্পাস। এছাড়া দীর্ঘদিন পর ক্লাস শুরু করতে পেরে আনন্দিত এখানকার শিক্ষকরা।

আজ থেকে (২১ শে অক্টোবর) থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন পর কাছের বন্ধুকে পেয়ে আলিঙ্গন করছেন অনেকে। তবে স্বাস্থ্যবিধির বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরিধান করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

এদিন বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

পর্যায়ক্রমে তিনি আবাসিক হল ও সার্বিক অবস্থা পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকর্মীদের বলেন, দীর্ঘ ১৯ মাস পর শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে ফেরায় আমি আনন্দিত। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় যে সেশনজট তৈরি হয়েছে সেটি এই সশরীরে ক্লাস কার্যক্রমের মাধ্যমে কমে আসবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এ ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণ দেখা দিলে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ করে হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৯ মাস খুড়িয়ে খুড়িয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম চললেও বৃহস্পতিবার থেকে পুনরায় সশরীরে ক্লাস কার্যক্রমে ফিরেছে দক্ষিণের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন