জাতীয় ডেস্ক:
গত জুলাই মাসে রোমানিয়া থেকে প্রায় ২০০ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোমানিয়া অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০ জনের মধ্যে ৫১ জন বাংলাদেশি। অভিবাসীদের মধ্যে ৩৩ জন রয়েছে পাকিস্তানি। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে অনিয়মিত অবস্থায় থাকা মোট ১৯৩ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনকে রোমানিয়া থেকে বিমানযোগে পাঠানো হয়েছে এবং চার ব্যক্তিকে রোমানিয়া সীমান্ত পুলিশের উপস্থিতিতে সরাসরি তাদের নিজ দেশে পৌঁছে দিয়ে বিতাড়ন বাস্তবায়ন করা হয়েছে।
আইজিআই আরও জানিয়েছে, বেআইনিভাবে রোমানিয়া থেকে শেনজেন প্রবেশের চেষ্টা এবং রোমানিয়া ত্যাগ করতে জারি হওয়া প্রত্যাবর্তনের সিদ্ধান্ত অমান্য করায় এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
রোমানিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের মুক্ত চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের জন্য চেষ্টা করে আসছে। ২০২২ সালের শেষদিকে ক্রোয়েশিয়ার আবেদন গ্রহণ হলেও রোমানিয়া ও বুলগেরিয়ার আবেদন বাতিল হয়।
ইইউর শর্তপূরণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ভিসা নিয়ে আসা অভিবাসীদের নিয়ে রোমানিয়ার বেশ কড়া নজরদারি রয়েছে।