হোম ফিচার ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না: কৃষিমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

৪৮ ঘণ্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেছেন তিনি।

বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ৪৮ ঘণ্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না। বিএনপি ১৫ বছর ধরে আন্দোলন করে যেখানে ছিল, সেখানেই আছে। নির্বাচনের আর তিন মাস বাকী আছে। এই তিন মাসে বিএনপি যত আল্টিমেটাম দেক, বোমাবাজির কথা বলুক, সন্ত্রাসের কথা বলুক; কিছুতেই তারা সফল হবে না। আমার শুধু দুঃখ লাগে, বিএনপির আন্দোলন আবারো ব্যর্থতায় পর্যবসিত হবে এবং কর্মীরা হতাশায় নিমজ্জিত হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসানীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে, তা জানি না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তার অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই নির্বাচন হবে। ভিসানীতিতে আমাদের কিচ্ছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।

অস্বাভাবিক আলুর দাম বৃদ্ধিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত বছর দাম কম পাওয়ায়, এ বছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া আমরা কিছু আলু রফতানি করেছি। তারপরও আলুর দাম এত হওয়া উচিত নয়। সিন্ডিকেটের কারণে এটি হয়েছে। সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন