হোম অন্যান্য ৪৩তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত সবাই নিয়োগ পাবেন

৪৩তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত সবাই নিয়োগ পাবেন

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:
পুনরায় তদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অপরাধ না থাকলে সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনও ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে, এরা ছাড়া আমি মনে করি, বাকিদের নিয়োগপ্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে। এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘদিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন দ্রুত গতিতে এটা শেষ করবো। তদন্ত শেষ হলে যত অল্প সময়ে সম্ভব, দুই-তিনদিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।’

সিনিয়র সচিব আরও বলেন, ‘এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্তযোগ্য অপরাধ যাচাই করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।’

মহার্ঘ ভাতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয়ের। একজন সদস্য হিসেবে বলি— এটার কাজ শুরু হয়েছে। দুইটা মিটিং হয়েছে। খুব শিগগরিই হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সঙ্গে যুক্ত হবে। পেনশনাররাও পাবেন।’

এই বাজেটে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বাজেট মানে ৩০ জুন। আমি বলবো, এর মধ্যে হবে।’ কত শতাংশ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অর্থ মন্ত্রণালয় জানাবে। অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবের মাধ্যমে জানবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন