হোম জাতীয় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় ডেস্ক:

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানায় পিএসসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে পিএসসির পূর্ণ কমিশনের সভা ডাকা হয়। সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার খাতায় ২০ শতাংশ নম্বরের গরমিল হওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়।

গরমিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে ভাইভা নেয়া হয়। সকল প্রক্রিয়া সম্পন্ন করে আজ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন