হোম জাতীয় ৪০৬ হজযাত্রী নিয়ে সৌদি গেল বিমানের দ্বিতীয় ফ্লাইট

জাতীয় ডেস্ক :

৪০৬ হজযাত্রী নিয়ে সৌদি আরব গেছে বাংলাদেশ বিমানের দ্বিতীয় ফ্লাইট। আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত যাবেন সরকারি ব্যবস্থাপনার হাজিরা।

ইতোমধ্যে কালও মঙ্গলবার ও বুধবারের যাত্রীদের ভিসা প্রস্তুত। একইসঙ্গে বেসরকারি যাত্রীদেরও ভিসা দেয়া শুরু হয়েছে। পবিত্র কাবার পথে স্বস্তির যাত্রায় সন্তোষ জানিয়েছেন হজযাত্রীরা।

সোমবার (০৬ জুন) দ্বিতীয় দিনে সকাল থেকেই হাজিদের পদচারণায় মুখর আশকোনা ক্যাম্প। দূর-দূরান্ত থেকে আসা এখানকার সবাই এ দুই দিনের সরকারি হজযাত্রী।

প্রাথমিক রিপোর্টিংসহ বিভিন্ন তথ্য দিয়ে সারছেন যাত্রা আগের কার্যক্রম।

একইসঙ্গে চলছে হজযাত্রীদের করোনা পরীক্ষা ও মেডিকেল। ভিড় কম থাকায় স্বস্তি প্রকাশ করেন সবাই।

হজযাত্রীদের ভিসাও চলে আসায় এখন শুধুই অপেক্ষার পালা। পবিত্র কাবার পথে যাত্রা শুরুর আনন্দে উদ্বেলিত তারা।

হজ অফিস বলছে, ইতোমধ্যে ২ হাজার ৩০০ সরকারি আর ২ হাজার ২০০ বেসরকারি যাত্রীর ভিসা প্রস্তুত হয়েছে। এবার ভিসা জটিলতা না থাকায় নির্বিঘ্ন হজযাত্রার প্রত্যাশা তাদের।

আগামী ১৪ জুলাই শুরু হবে হজের ফিরতি, ফ্লাইট চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন