হোম জাতীয় ৩৩৪ হাজি নিয়ে ঢাকায় ফিরল প্রথম ফ্লাইট

জাতীয় ডেস্ক:

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৩৩৪ জন হাজিকে নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রোববার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকায় পৌঁছায়।ঢাকায় আসা হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। এ ছাড়া রাত ৯টা ৫৫ মিনিটে হাজিদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় নামবে।

বাংলাদেশ থেকে এ বছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী। মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। সৌদি আরবে এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৪ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন