নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পাটকেলঘাটা সড়কের ত্রিশমাইল সংলগ্ন কাপাসডাঙায় অবস্থিত লস্কার পেট্রোল পাম্প থেকে নিয়মিত ডিজেল, পেট্রোল ও অকটেন লিটার প্রতি এক থেকে দেড়শ গ্রাম কম দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি দিনের ন্যায় নগরঘাটা ইউনিয়নের মৃত বাবর আলীর ছেলে মোঃ হযরত আলি ও হরিনখোলা গ্রামের ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে কমলেশ মন্ডল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.১৫ মিনিটে নিজেদের বাইকের জন্য পেট্রোল নিতে আসে। লিটার প্রতি মাইলেজ কম যাওয়াতে তিনি এক লিটারের একটি বোতলে পেট্রোল ভরে দিতে বলে। এসময় কর্মচারীরা বোতলে না দিলে কথা কাটা কাটি শুরু হয়।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, পাম্পের ম্যানেজার সাতক্ষীরা সদরের যুগরাজপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও মাগুরা গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ জালাল উদ্দিন ভুক্তভোগীদের পাম্পে আসতে নিষেধ করা সহ মারধোর করার হুমকি ধামকি দেয়।
এ ঘটনায় কমলেশ মন্ডল ও হযরত আলী বলেন, তেল কম দেওয়ার বিষয়টি আমরা পাম্প মালিককে ইতিপূর্বে জানিয়েছি কিন্তু কোন সুফল পাইনি। তাই বাধ্য হয়ে থানার লিখিত অভিযোগ করেছি।
স্থানীয়রা বলেন, ক্রেতাদের সাথে বিক্রেতার ব্যবসায়িক সম্পর্ক যে এতটা খারাপ হয় সেটা আগে জানা ছিল না। পুলিশ প্রশাসনের উপস্থিতে তাদের আচার-আচারণ দেখে আমরা হতবাক হয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি করেন তারা।
