হোম আন্তর্জাতিক ২৮৬ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে বিপর্যস্ত ছিল শ্রীলঙ্কা। নিজেদের দেউলিয়াও ঘোষণা করেছিল দেশটির সরকার। তবে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রের জীর্ণ অবস্থা। অর্থনৈতিক সংকট কমে আসায় ২৮৬টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণসহায়তা পাওয়ার পর এ সিদ্ধান্ত নিলো দেশটির সরকার। তবে এখনও প্রায় এক হাজার পণ্যের আমদানিতে বহাল আছে নিষেধাজ্ঞা।

শনিবার (১০ জুন) শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় জানায়, অর্থনৈতিক সংকট কমে আসায় ২৮৬টি বিদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। এসব পণ্যের মধ্যে আছে রেলওয়ের সরঞ্জাম, রেডিও সম্প্রচারের জিনিসপত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এসব পণ্য বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল করতে সহায়তা করবে বলে জানিয়েছে তারা। তবে এরপরও আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে প্রায় ৯২৮টি পণ্যের ওপর।

অর্থনৈতিক সংকট শুরুর পর ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কা সরকার গাড়ি, প্রসাধনী, চকলেট, অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের বিলাসবহুল পণ্যের আমদানি বন্ধ করে দেয়।

গেল মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের কাছ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার ঋণ পায় দেশটি। এ ছাড়াও গেল নয় মাসে দেশটির অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।

এরই মধ্যে মূল্যস্ফীতি কমে আসার পাশাপাশি বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে আইএমএফের এ ঋণসহায়তার কারণে অর্থনীতিতে বেশকিছু পরিবর্তন আনতে হবে শ্রীলঙ্কার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন