হোম ফিচার ২৬৮ ঘণ্টা লাইভে বিশ্বরেকর্ড!

বিনোদন ডেস্ক :

‘দ্য ওয়ার্ল্ডস কুলেস্ট উইন্টার’ নামে একটি দীর্ঘ লাইভস্ট্রিম করে বিশ্ব রেকর্ড করেছেন ইউটিউবার হাসান সুলেমান ওরফে আবুফালাহ।

লাইভস্ট্রিমটি চলে টানা ২৬৮ ঘণ্টা। দীর্ঘ এই লাইভস্ট্রিমটির জন্য করেছেন দুটি বিশ্ব রেকর্ড। আফ্রিকা ও আরব বিশ্বের শরণার্থীদের মানবিক সহায়তার জন্য মূলত লাইভস্ট্রিম করেন আবুফালাহ।

ভিডিওটি থেকে এসেছে এক কোটি দশ লাখ ডলার আর্থিক সহায়তা। প্রাপ্ত অর্থ পাঠিয়েছেন সেখানকার দরিদ্র -অসহায় মানুষ ও শিশুদের তীব্র শীত থেকে রক্ষা করার জন্য। তাদের জন্য পাঠিয়েছেন শীতের পোশাক,কম্বল ও বিভিন্ন খাদ্য সামগ্রী।

দ্য মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস সংস্থার হয়ে লাইভটি করেছেন আবুফালাহ। বুর্জ খলিফার কাছের পার্কে একটি কাচের বক্স রেখে ইউটিউব থেকে লাইভে আসেন তিনি।

লাইভ চলমান রাখেন ১০ মিলিয়ন হওয়া অবধি। ২৬৮ ঘন্টা ১৪ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি প্রায় ৬ লাখ ৯৮ হাজার মানুষ দেখেছেন। এর আগেও আবুফালাহ বিগত ৪ মাসে তিনটি দাতব্য সংস্থার জন্য লাইভ করেছিলেন।

তবে এবার বিশ্বের দীর্ঘতম লাইভস্ট্রিম করে গিনেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে অর্জন করলেন দুটি বিশ্ব রেকর্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন