হোম জাতীয় ২৫ শতাংশ রাস্তার রাজধানীতে আছে মাত্র ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ শতাংশ রাস্তার রাজধানীতে আছে মাত্র ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার ট্রাফিক সিগন্যাল উন্নত করতে দুই সিটিকে সংযুক্ত করে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকায় ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন। তবে সেখানে আছে ৯ শতাংশ রাস্তা।এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে। আমাদের রাস্তার সংকট রয়েছে। যে কারণে সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে এমপি শফিকুল ইসলাম শিমুলের প্রশ্ন ছিল, বাইরের দেশগুলোতে এত চমৎকারভাবে গাড়ি চলাচল করে, যেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। রাস্তায় সুন্দরভাবে গাড়ি চলাচল করে। আমরা যখন ক্যান্টনমেন্ট এলাকায় যাই সেখানে দেখি সুন্দরভাবে গাড়ি চলাচল করে। এমন পরিবেশ গোটা বাংলাদেশে সিগন্যাল বাতির মাধ্যমে আমরা আইন করে হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব কি না?

জবাবে তিনি আরও বলেন, আমরা সিগন্যালের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। সে সময় মহাজটের একটা দৃশ্য দেখেছি। এ অবস্থায় দুই সিটির মেয়র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আবারও চেষ্টা করছি লাইটিং সিস্টেমের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের। খুব শিগগিরই কিছু কিছু জায়গায় এর কাজ শুরু হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন