স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক ম্যাথিউ ফর্ডের। ২১ বছর বয়সী এই পেসার অভিষেকেই দেখালেন দারুণ পারফরম্যান্স। তার হাত ধরেই বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়রা হারিয়েছে ইংলিশদের। তাতেই ২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ।
রোববার (১০ ডিসেম্বর) ব্রিজটাউনে দুই ঘণ্টার কারণে ম্যাচ কমে নেমে এসেছিল ৪৩ ওভারে। ম্যাচ শুরুর পর আরও একদফা বৃষ্টির কারণে খেলা হয় ৪০ ওভার। ওয়েস্ট ইন্ডিয়ানদের সিম ও বাউন্সে খাবি খাওয়া ইংলিশরা নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২০৬ রান। তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান। ক্যারিবীয়রা ১৪ বল আর ৪ উইকেট হাতে রেখেই সে লক্ষ্য পেরিয়ে যায়।
দেশের মাটিতে ২৫ বছর পর ৫০ ওভারের সংস্করণে ইংলিশদের সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ। আর এর আগে সবশেষ ২০০৭ সালে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়েছিল তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারেই ৪৯ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ফিল সল্ট ৪, উইল জ্যাকস ১৭ , হ্যারি ব্রুক ১ রান করতে পারলেও রানের খাতা খুলতে পারেননি জ্যাক ক্রাওলি ও অধিনায়ক জশ বাটলার।
এদিন অভিষিক্ত ম্যাথিউ ফর্ডে নিজের প্রথম ২৫ বলেই শিকার করেন ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিনজনকে। তাতেই ইংলিশদের ইনিংস শুরুতে ধাক্কা খায়।
এই ভগ্নস্তূপ থেকে ইংলিশদের টেনে তোলেন বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোন। ৮৮ রানের জুটি গড়েন এই দুজন। ডাকেট ৭৩ বলে ৬ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৭১ রান করেন। লিভিংস্টোন ৫৬ বলে ২টি করে চার ও ছয়ে ৪৫ রান করেন। শেষ দিকে স্যাম কুরান (১২), রেহান আহমেদ (১৫), গাস অ্যাটকিনসন (২০) ও ম্যাথিউ পটসের (১৫) ছোট ছোট সংগ্রহে লড়াইয়ের পুঁজি পায় ইংল্যান্ড।
ফর্ড ৮ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ৩ উইকেট শিকার করেন আলজেরি জোসেফও। তবে সে জন্য তিনি ৮ ওভারে ৬১ রান খরচ করেন। রোমারিও শেফার্ড ৮ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
৩৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যাসি কার্টি ৫৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করেন। এছাড়া ওপেনার আলিক অ্যাথানজে ৫১ বলে ৭ চারে ৪৫ ও রোমারিও শেফার্ড ২৮ বলে ৩টি করে চার ও ছয়ে ৪১ রান করে দলকে জয় এনে দেন।
ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ৭ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন। এছাড়া গাস অ্যাটকিনসন ৬ ওভারে ৫৮ রান দিয়ে ২টি ও রেহান আহমেদ ৭ ওভারে ৩৭ রানে ১ উইকেট শিকার করেন।