হোম জাতীয় ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

অনলাইন ডেস্ক:
এখন থেকে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করবে সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই বিদ্রোহে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা নিহত হয়েছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি পরিপত্রের ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হবে। এদিন কোনও সরকারি ছুটি থাকবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন