হোম ফিচার ২৪ ঘণ্টায় করোনায় নারীর মৃত্যু বেশি

স্বাস্থ্য ডেস্ক :

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃ্ত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে ৩৬ জন মারা গেছেন। তাদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ পুরুষ এবং ১৯ জন নারী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৬১ জনের। যার মধ্যে ১৮ হাজার ১৭৩ জন পুরুষ এবং ১০ হাজার ২৮৮ জন নারী।

এদিকে, একই সময়ে নতুন করে আরও ১২ হাজার ১৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৪ হাজার ৪৫১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ১৫৪ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন