হোম জাতীয় ২২ কোটি টাকা মার্কিন বিনিয়োগ পেল ‘গো যায়ান’

জাতীয় ডেস্ক :

অনলাইন ভিত্তিক দেশীয় স্টার্টআপ ‘গো যায়ান’ সম্প্রতি বিদেশি বিনিয়োগ পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান জানায়, তারা ২৬ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে, যা বাংলাদেশি টাকায় যা প্রায় ২২ কোটি।

বাংলাদেশের পর্যটন খাত খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, এ খাতের পাঁচ শতাংশেরও কম হয়ে থাকে অনলাইনে। হোটেল ও ভ্রমণ-সংক্রান্ত সব সুবিধা অনলাইনে নিয়ে এসে ‘গো যায়ান‘ ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করার উদ্দেশে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে গো যায়ান-এর প্রতিষ্ঠাতা রিদওয়ান হাফিজ জানান, দেশে তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে মানুষ ইন্টারনেট ব্যবহারে খুব দ্রুত অভ্যস্ত হয়ে উঠছে। প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের পর্যটন খাতকে আরও আধুনিক করা এবং বিশ্বে বাংলাদেশকে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেসটিনেশন হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, ‘গো যায়ান‘- এর এই নতুন বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তিখাতে অন্যতম বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ওয়েভমেকার পার্টনারস‘। এ প্রতিষ্ঠানে আরও বিনিয়োগ করেছে ‘১৯৮২ ভেঞ্চারস‘, ‘ইটারেটিভ‘, ‘সেঞ্চুরি ওক ক্যাপিটাল‘।

এর আগে, ‘গো যায়ান‘-এ বিনিয়োগ করেছে ব্র্যাক ওসাইরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং ওএস ভেঞ্চার।

প্রযুক্তিগত উন্নয়ন, মানবসম্পদ এবং ভ্রমণ সংক্রান্ত সব সুবিধা অনলাইন সেবার আওতায় নিয়ে আসার জন্য এই নতুন বিনিয়োগ ব্যবহার করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন