হোম খুলনাসাতক্ষীরা ২০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিবেন ডা. রুহুল হক এমপি

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার খুলনা সফর ও জনসভাকে সফল করতে কেবলমাত্র সাতক্ষীরা-০৩ (দেবহাটা-আশাশুনি-কালীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের নেতৃত্বে এ বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিবেন প্রধানমন্ত্রীর জনসভায়।

ইতোমধ্যেই প্রত্যেকটি উপজেলায় বর্ধিত সভা করে শীর্ষ স্থানীয় নেতাদের এমন নির্দেশনা দিয়েছেন ডা. রুহুল হক এমপি। পাশাপাশি ডা. রুহুল হক এমপি’র নির্দেশনায় তিনটি উপজেলার ২০টি ইউনিয়নে পৃথক পৃথক বর্ধিত সভা করে মুলদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতষ্ফূর্তভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন দেবহাটা-আশাশুনি-কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

এ বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিরাপদে জনসভাস্থলে পৌঁছাতে ডা. রুহুল হক এমপি এবং স্ব-স্ব উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতারা ইউনিয়ন গুলোতে ৪ থেকে ৬টি আবার কোথাও কোথাও ৮টি করে বাস ও ট্রাক ভাড়া করেছেন। শুধু যাতায়াত ব্যবস্থা নয়, প্রত্যেক ইউনিয়ন থেকে জনসভায় যোগ দেয়া নেতাকর্মীদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা রাখতেও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের দিক-নির্দেশনা দিয়েছেন ডা. রুহুল হক এমপি।

রোববার বিকেলে গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর ও জনসভাকে সফল করতে এ বিপুল সংখ্যক নেতাকর্মীকে জনসভায় নিয়ে যাওয়ার যাবতীয় বিষয় নিজেই সরাসরি মনিটরিং করছি। প্রতিনিয়ত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথেও যোগাযোগ রাখছি। নেতাকর্মীদের যাতায়াত বা খাওয়া দাওয়ায় যাতে কোন সমস্যা না হয় সেজন্যও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। সকালে বিপুল নেতাকর্মীর গাড়ি বহর নিয়ে খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে রওনা হবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন