হোম আন্তর্জাতিক ২০৭০ সালে তীব্র গরমে বাস করবে ৩০০ কোটির বেশি মানুষ

২০৭০ সালে তীব্র গরমে বাস করবে ৩০০ কোটির বেশি মানুষ

কর্তৃক
০ মন্তব্য 105 ভিউজ

অনলাইন ডেস্ক :

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের ৩০০ কোটির বেশি মানুষ ২০৭০ সালের মধ্যে এমন এলাকায় বাস করবে যেখানকার উষ্ণ তাপমাত্রা ‘প্রায় বসবাসের অযোগ্য’। যদি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য মাত্রায় কমানো না যায় তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে গরম আবহাওয়ায় বাস করতে হবে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কার কথা বলা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সিস্টেমস ইনস্টিটিউটের পরিচালক ও জলবায়ু বিশেষজ্ঞ টিম লেন্টন চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নিয়ে এই গবেষণা করেছেন। প্রতিবেদন অনুসারে, মানুষের আবাসের গড় তাপমাত্রা ১১-১৫ ডিগ্রি সেলসিয়াস। অল্প কিছু মানুষ গড়ে ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাস করেন। এমন আবহাওয়াতে মানুষ কয়েক হাজার বছর ধরে বাস করে আসছেন। তবে বৈশ্বিক উষ্ণতা ৩ ডিগ্রি বৃদ্ধির ফলে এমন আবহাওয়ায় বাস করা অধিকাংশ মানুষ এর চেয়ে উষ্ণ আবহাওয়াতে বাস করতে বাধ্য হবে। সবচেয়ে বেশি প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তর অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের একাংশ।

গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, দরিদ্র এলাকাগুলোতে বাসকারী মানুষেরা গরম থেকে রক্ষার ব্যবস্থা করতে পারবে না। বিবিসিকে টিম লেন্টন বলেন, সাগরের তুলনায় ভূমি উষ্ণ হচ্ছে দ্রুত। ফলে ভূমি উষ্ণ হওয়ার হার তিন ডিগ্রির বেশি। উষ্ণ এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধি হবে, বিশেষ করে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে। ফলে গড়ে ওই এলাকার সবাইকে উষ্ণ আবহাওয়ায় বাস করতে হবে। তিনি আরও বলেন, উষ্ণ এলাকায় মানুষ বৃদ্ধির ফলে তাপমাত্রাও বাড়ছে। বিশ্ব তিন ডিগ্রি উষ্ণ পৃথিবীতে বাসকারীদের তাপমাত্রা ৭ ডিগ্রি বেশি উষ্ণ থাকে। লেন্টন বলেন, আমার জন্য এই গবেষণা ধনীদের জন্য নয়, যারা শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে বাস করতে পারবেন এবং যে কোনও কিছু থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম। আমাদের উদ্বেগের বিষয় হলো আবহাওয়া ও জলবায়ু থেকে যারা নিজেদের বিচ্ছিন্ন করতে পারবে না সেই মানুষেরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন