স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের বিশ্বকাপ কেন্দ্র করে পানি পানের বিরতিতে নতুন নিয়ম এনেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি ম্যাচের দুই অর্ধের মাঝপথে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ তথা পানি পানের বিরতি থাকবে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি অর্ধের ২২ মিনিটে খেলা থামিয়ে দেওয়া হবে। যাতে খেলোয়াড়রা পানি পান করে স্বস্তি নিতে পারেন।
আগের নিয়ম অনুযায়ী, কিক–অফের সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই একটি অর্ধের ৩০ মিনিটে ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। ফিফার মতে, নতুন নিয়মের ফলে আগের জটিলতা কমবে এবং সিদ্ধান্ত হবে আরও সহজ।
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টুর্নামেন্ট প্রধান মানোলো জুবিরিয়া বলেছেন, ‘ম্যাচ যেখানেই হোক, স্টেডিয়ামে ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক না কেন—প্রতিটি ম্যাচেই তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে।’
তিনি আরও বলেন, ‘অবশ্য যদি ২০–২১ মিনিটের সময় কোনও চোটজনিত কারণে খেলা থেমে থাকে, তাহলে রেফারি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’
এ বছরের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে তীব্র গরম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল, বিশেষ করে বিকালে শুরু হওয়া ম্যাচগুলোতে। সেপ্টেম্বরে প্রকাশিত ‘ফুটবল ফর দ্য ফিউচার’, ‘কমন গোল’ এবং ‘জুপিটার ইন্টেলিজেন্স’-এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ১৬ ভেন্যুর মধ্যে ১০টিই অতিরিক্ত গরমজনিত ঝুঁকির মুখে।
