হোম অর্থ ও বাণিজ্য ২০২৪ সালে ৮১ বিলিয়ন ডলার রফতানি আয়ের প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য ডেস্ক :

বিদায়ী ২০২২ সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে। সেই ধারাবাহিকতায় আগামী ২০২৪ সালে ৮১ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি আয়ের প্রত্যাশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের পোশাকখাত ঘুরে দাঁড়িয়েছে। গত বছর ৫১ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। বছর শেষে সেটি হয়েছে ৬১ বিলিয়ন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি। সেই সাহস নিয়ে এবার ৬৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ২০২৪ সালে আমরা ৮১ বিলিয়ন ডলার চাই।

উন্নত অর্থনীতির দেশে ৫০ শতাংশের বেশি টাকা পুঁজিবাজার থেকে নেয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে সেই অবস্থা নেই। দেশে ব্যাংক থেকে ঋণ নেয়া হচ্ছে। যার জন্য বেশকিছু সমস্যাও হচ্ছে। যদি ৫০ শতাংশ অর্থও পুঁজিবাজার থেকে আসত, তবে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হতে বাধ্য।’

তিনি বলেন, ‘আমরা বর্তমানে একটি বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিস্থিতি সামলে নিয়েছে। আমরা মোটামুটি ভালো অবস্থানে রয়েছি। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটা গোষ্ঠী খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে। তারা মিথ্যা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ গোষ্ঠী দেশের উন্নয়ন চায় না।’

রানা প্লাজা ধসের সময়কে গার্মেন্টস শিল্পের মহাক্রান্তিকাল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রানা প্লাজা ধসে বহু শ্রমিক নিহত হলেন। পৃথিবীর ক্রেতারা অস্থির হয়ে পড়েন। গার্মেন্টস শিল্পের মালিকরাও অস্থির হয়ে পড়েন, আমাদের কী জানি হয়! ক্রেতারা যদি মুখ ফিরিয়ে নেন! কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আমরা সেই বিপদের পরেই ঘুরে দাঁড়িয়েছি। আমরা কম্পলাইনস করেছি। আজ পৃথিবীর সব থেকে বেশি গ্রিন ফ্যাক্টরি আমাদের।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন