হোম খেলাধুলা ২০২৪ সালে ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি

খেলাধূলা ডেস্ক:

কার্লো আনচেলত্তির পিছু ছাড়ছেই না ব্রাজিলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। ডিসেম্বরে তিতের বিদায়ের পর এখন পর্যন্ত ব্রাজিলের কোচের পদটা ফাঁকা। রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষ করার আগে ছাড়তে চান না ক্লাব। তবে নাছোড়বান্দা ব্রাজিলের ফুটবল ফেডারেশনও।

ফুটবলের সফলতম জাতীয় দল ব্রাজিল ভারপ্রাপ্ত কোচ দিয়ে দায়সারাভাবে চলছে বিশ্বকাপের পর থেকেই। সেপ্টেম্বরেই মাঠে গড়াবে বিশ্বকাপের বাছাইপর্ব। আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। অথচ এখনও কোচ খুঁজে পাচ্ছে না ব্রাজিল!

আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অপেক্ষা ক্লাব ফুটবলের সেরা কোচদের একজনের জন্য। একমাত্র কোচ হিসেবে চারবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী কার্লো আনচেলত্তির মন পেতেই এত অপেক্ষা ভিনিসিউস-নেইমারের দলের।

President of the Brazilian FA, Ednaldo Rodrigues, says he expects to meet with Carlo Ancelotti and his agent this week to talk about managing Brazil.

তবে সান্তিয়াগো বার্নাব্যুকে ঘর বানিয়ে ফেলা আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছাড়তে রাজি নন। ক্লাবটার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে তবেই অন্যকিছু ভাবতে চান তিনি। তাই সিবিএফের প্রস্তাব গ্রহণ করতে অপারগতা জানান তিনি। তাতেও হাল ছাড়ছেন না সিবিএফের সভাপতি এদনালদো রদ্রিগেজ। কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, আনচেলত্তিকে স্থায়ীভাবে ব্রাজিলের কোচ বানানোর আশা থেকে তারা সরে আসেননি। আশার পালে হাওয়া লাগার ইঙ্গিতও অবশ্য দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’ ও ‘ল্যান্স’। জানিয়েছে, আনচেলত্তিকে কোচ বানানোর আলোচনায় একটু অগ্রগতি হয়েছে।

ল্যান্স জানিয়েছে, রিয়ালে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই ইতালিয়ানের জন্য অপেক্ষা করতে রাজি সিবিএফ। ফেডারেশনটির সভাপতি এদনালদো এখন ইউরোপ সফরে আছেন, তবে রিয়াল কোচের সঙ্গে এখনও আলোচনায় বসেননি তিনি। ল্যান্স আরও জানিয়েছে, সিবিএফ সভাপতির লক্ষ্য হতে পারে আপাতত আনচেলত্তিকে ২০২৪ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়ে মৌখিকভাবে হলেও রাজি করানো। আর এই ইতালিয়ান রাজি হলে আগামী বছরের জুন-জুলাই লেগে যেতে পারে তার কোচ হিসেবে যোগ দিতে।

এদিকে টিভি গ্লোবোও দাবি করেছে, ২০২৪ সাল থেকে ব্রাজিল কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি।

শনিবার (১৭ জুন) ব্রাজিলের ম্যাচ শেষে মিক্সড জোনে ভারপ্রাপ্ত কোচ রামন মেনেজেসকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারেই। তিনি জবাব দেন, ‘আমি কিছুই জানি না। এর আগে সংবাদ সম্মেলনেই বলেছি, তিনি (আনচেলত্তি) অসাধারণ কোচ। তার সম্বন্ধে আমি কী বলতে পারি! আমার সব মনোযোগ এই দুটি ম্যাচ ঘিরে। এখন সামনে সেনেগাল। আমরা ভালো খেলতে চাই।’

গিনিকে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পর প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। পরবর্তী ম্যাচে মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন