খেলাধূলা ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনার শুরুটা হয়েছিল গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই। এরপর এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল হয়তো প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে মিনহাজুল আবেদীন নান্নুকে।
তবে সব জল্পনা-কল্পনারই অবসান ঘটল। নিজেদের অবস্থান আরও সুদৃঢ় হলো নির্বাচকদের। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি।
২০২৩ সাল পর্যন্ত দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া চুক্তি বাড়ানো হয়েছে নির্বাচক হাবিবুল বাশার সুমনের। বৃহস্পতিবার (২ জুন) বোর্ড মিটিং শেষে এমনটাই জানা গেছে।
গেল বছরই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল নান্নু-বাশারের। তবে তাদের নতুন করে দায়িত্ব দেওয়ার বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সভায় নান্নু-বাশারের বিকল্প নাম চাওয়া হয়েছিল। কিন্তু কেউ কোনো নাম প্রস্তাব করেনি, তেমন কাউকে পায়নি। সেজন্য তাদের ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বিষয়টি আবার ভাবা হবে।’
অর্থাৎ ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত মিনহাজুল আবেদিন নান্নুর অধীনে হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকই থাকবেন জাতীয় দলের নির্বাচক হিসেবে। এমনটাই সুপারিশ করেছে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটি। জানা গেছে, তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে আরও দুজনকে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বৃহস্পতিবারের সভায় নির্বাচক প্যানেলের পাশাপাশি টেস্ট ক্রিকেটে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তৃতীয় দফায় অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়া তার ডেপুটি করা হয়েছে লিটন দাসকে।
পাশাপাশি বিসিবির বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভা (এজিএম), ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, দলের ম্যানেজারকে স্থায়ী করার বিষয়েও আলোচনা হয়েছে।
