হোম রাজনীতি ২০১৮ সালের চাইতেও ২০২৪ এর নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

২০১৮ সালের চাইতেও ২০২৪ এর নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

রাজনীতি ডেস্ক:

২০১৮ সালের নির্বাচনের চাইতেও এবারের ২০২৪ সালের নির্বাচন খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্য প্রেস’ এ এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। কারণ সাধারণ জনগণ এমন নির্বাচন আশা করেনি। এ কারণে তারা কেন্দ্রে ভোট দিতে যাননি। তাই নির্বাচনের পর থেকেই এ সরকার চরম অস্বস্তিতে রয়েছে।

তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ আসনে অনিয়মের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, এক চোরের বিচার আরেক চোরের কাছে দিয়ে কি হবে। রাষ্ট্রের কোন ক্ষতি হয় এমন কোন কাজ আমি করবো না। তাই তিনি নির্বাচনে অনিয়ম হলেও তা মেনে নিয়েছেন। সখিপুর ও বাসাইলে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। ডিউটিতে ছিলেন প্রাথমিকের শিক্ষকরা। তারা যদি চুরি করে, তাহলে জাতি তাদের কাছ থেকে কি শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে।

আলোচনা শেষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও তার দল অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন