হোম আন্তর্জাতিক ১ সেকেন্ডে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচল কিশোর

আন্তর্জাতিক ডেস্ক :

মৃত্যু যেন কান ঘেঁষে বেরিয়ে গেল। একবার নয়, পর পর দুবার। তাও আবার এক সেকেন্ডেই। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ভারতের কেরালার এক কিশোরের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে।

মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ব্যস্ত সড়ক দিয়ে ছুটে যাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। ভিডিওর পঞ্চম সেকেন্ডে দেখা যায়, রাস্তার এক পাশ দিয়ে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে বেরিয়ে আসছে এক কিশোর। সম্ভবত রাস্তা পারাপার হতে চাচ্ছিল সে। যেই না রাস্তা পার হতে যাবে, সামনে এসে পড়ে একটি মোটরসাইকেল। তার ঠিক পেছনেই কয়েক হাত দূরে ছুটে আসছিল একটি বাস।

রাস্তা পার হতে গিয়ে সাইকেল নিয়ে প্রথমে সে ধাক্কা মারে চলন্ত মোটরসাইকেলটিতে। গতি এতটাই বেশি ছিল যে, কিশোরটি ছিটকে রাস্তার ওপারে গিয়ে পড়ে। মুহূর্তেই বাস চলে আসে। সাইকেলটি বাসের তলায় পিষ্ট হয়ে যায়। প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েও সামান্য চোট লাগে কিশোরের। মাটিতে আছড়ে পড়ার পর হতভম্ব হয়ে উঠে জামা-প্যান্ট থেকে ধুলো ঝাড়তে দেখা যায় তাকে।

মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপারে ছিটকে না পড়লে বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হতে পারত কিশোরের। কিন্তু মৃত্যুকে যেন দুবার জয় করল সে। ভয়ানক সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসায় শিউরে উঠেছেন অনেকে।

সূত্র: আনন্দবাজার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন