হোম খেলাধুলা ১৯৮৪ সালের পর এমনটা ঘটল টেস্ট র‍্যাঙ্কিংয়ে

খেলাধূলা ডেস্ক:

মাত্র দুইদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে দারুণ ব্যাটিংয়ের ফল আইসিসির সাপ্তাহিক হালনাগাদে পেল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। টেস্টে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে মারনাস লাবুশেন থাকলেও, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছেন আরও দুই অজি ব্যাটার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে স্মিথ ও হেডের শতকই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই দুইজনের শতক তাদের নিয়ে এসেছে র‍্যাঙ্কিংয়ের দুই ও তিনে। বুধবার (১৪ জুন) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দুইয়ে উঠেছেন স্টিভেন স্মিথ, আর তিনে উঠে এসেছেন ট্রেভাস হেড। চারে নেমে গেছেন কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন এবং পাঁচে নেমে গেছেন বাবর আজম।

১৯৮৪ সালের পর এবারই এমনটা দেখা গেছে, যেখানে একই দল থেকে শীর্ষ তিন ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যান (গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড এবং ল্যারি গোমেজ) এমন কীর্তি দেখিয়েছিলেন।

এদিকে ব্যাটসম্যানদের সঙ্গে বোলিং র‍্যাঙ্কিংয়েও রয়েছে অস্ট্রেলিয়াদের আধিপত্য। ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পেয়েছেন অজি স্পিনর নাথান লায়ন। যার কল্যাণে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন লায়ন। অজি পেসার স্কট বোল্যান্ডও ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পেয়েছেন। যার ফলে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন তিনি।

তবে ফাইনাল না খেললেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই ও তিন নম্বর স্থানেও কোনো পরিবর্তন আসেনি। দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও তিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। আর আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন