নড়াইল প্রতিনিধি:
আওয়ামী সরকারেরর আমলে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশত্যাগের ১৬ বছর পর দেশে ফিরেছেন বিএনপি নেতা আমেরিকা টেক্সাসেস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির । নিজ এলাকা নড়াইল এসে নেতাকর্মী ও এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন তিনি। সোমবার বেলা ১১টার দিকে নড়াইল চৌরাস্তায় বিএনপি কার্যালয়ের সামনে পৌছালে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ অন্যান্য নেতৃবৃ্ন্দ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এসময় এলাকার কয়েকশত শুভাকাঙ্খী এসে আনন্দ উচ্ছাসে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে নেন। দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নিজ গ্রাম কালিয়া উপজেলার পেড়লী গ্রামে যান। এর আগে মোটর সাইকেল বহরটি মধুমতি সেতু হতে বরণ করে শোভাযাত্রা সহকারে নড়াইলে প্রবেশ করে। সংবর্ধিত শেখ জহিরুল ইসলাম, দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে জুলাই-আগষ্ট আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করেন।
পূর্ববর্তী পোস্ট