জাতীয় ডেস্ক:
সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ ফৌজদারি মামলার মধ্যে থাকায় তা বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ থাকায় ১৫ শতাংশ কর দিয়ে বেনজীর আহমেদ অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, কালোটাকা সাদা করার বিষয়ে সংসদে আলোচনা হবে। সেখানে যে সিদ্ধান্ত নেয়া হবে, সেটাই চূড়ান্ত। বেনজীর আহমেদের সম্পদ এখন ফৌজদারি মামলার মধ্যে। এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই। মূলত বৈধ পথে অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্যই এ সুযোগ।
একই বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, বেনজীরের দুর্নীতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এখন আগাম কিছুই বলা যাবে না। তবে বেনজীর যা-ই করুক, সে বাংলাদেশের নাগরিক, তাই নাগরিক সুবিধা সে পাবে।
কালোটাকার বিষয়ে মো. রহমাতুল মুনিম বলেন, বিভিন্ন কারণে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে। সেটি নানা কারণে রিটার্নে না-ও দেখানো হতে পারে। এ ছাড়া জমি ক্রয়-বিক্রয়ে অনেক কালোটাকা অন্তর্ভুক্ত হয়ে যায়।
তিনি বলেন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কালোটাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা কালোটাকা তৈরি করেন, তারা অর্থনীতিতে ব্যবহারের জন্য তা করেন না। তারা কালোটাকা ভোগবিলাসে ব্যয় করেন। কালোটাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে রিটার্নে সুবিধা দেয়ার জন্য।