হোম অর্থ ও বাণিজ্য ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার

বাণিজ্য ডেস্ক:

সৌদি আরব ও আবুধাবি থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল কেনার পরিকল্পনা নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই জ্বালানি তেল কেনা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দিয়েছে এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পোল এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে।

সাঈদ মাহবুব খান বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে ২০২৪ সালের জন্য সৌদি আরবের সৌদি আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে এ জ্বালানি তেল কেনা হবে।

অর্থমন্ত্রণালয়ের এ সভায় মোট ২৪টি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৬৪ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন