হোম খুলনাবাগেরহাট ১৫ বছরে অবহেলার জবাব দিতে ঈগল প্রতীকে ভোট চাইলেন ইদ্রিস আলী ইজারদার

১৫ বছরে অবহেলার জবাব দিতে ঈগল প্রতীকে ভোট চাইলেন ইদ্রিস আলী ইজারদার

কর্তৃক Editor
০ মন্তব্য 192 ভিউজ

মোংলা প্রতিনিধি :

গত ১৫ বছর ক্ষমতায় থেকে বর্তমান সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বাগেরহাট -৩ আসনের (মোংলা-রামপাল) মানুষদের অবহেলা করে কোন খোঁজ নেননি। তাদের ভাগ্যের উন্নয়নে কোন কাজ করেননি। তাই এই অবহেলার জবাব দিতে আগামী ৭ জানুয়ারী ঈগল প্রতীকে ভোট চাইলেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল ৪টায় মোংলার ঐতিহাসিক হেলিপ্যাড মাঠে ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বলেন তিনি নির্বাচিত হতে পারলে মোংলা নদীতে ব্রিজ ও ৫০শয্যার হাসপাতালকে ১০০শয্যায় উন্নীত করবো। শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করবো। পশুর নদীর ড্রেজিংয়ের বালুতে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে ও তাদের পুনর্বাসন করা হবে।

হাজার হাজার নেতা কর্মিদের উপস্থিততে বিশাল এ জসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, পীযুষ কান্তি মজুমদার, বাগেরহাট জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল শিকদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইজারদার ইকরাম হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, শ্রমিকলীগ নেতা মিলন শিকারী, যুবলীগ নেতা নূর আলম, ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন ও শেখ শাহরুখ বাপ্পী।

প্রধান অতিথির বক্তৃতায় স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী ইজারদার আরও বলেন, মোংলা-রামপালের হিন্দুরা আমাকে ভালোবাসে। মোংলা-রামপালে যখনই সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চালানোর চেষ্টা করা হয়েছে তখনই আমি ও আমার পরিবার তাদের পাশে থেকে তা প্রতিহত করার চেষ্টা করেছি। কাজেই মোংলা-রামপালের সংখ্যালঘুরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামী ৭জানুয়ারী ঈগল প্রতীকেই তাদের ভোটটি প্রদাণ করবেন।

এর আগে নির্বাচনী জনসভায় যোগ দিতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এসে ঈগল প্রতীকের কর্মীরা হেলিপ্যাড মাঠকে জনসমুদ্রে পরিণত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন