হোম বিনোদন ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আল্লু অর্জুন

১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আল্লু অর্জুন

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

বিনোদন ডেস্ক:
‘পুষ্পা ২: দ্য রুল’- এর প্রিমিয়ারে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু ঘটে। হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১৩ ডিসেম্বর) আল্লু অর্জুনকে থানায় ডেকে নিলেও পরে জানা গেছে, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এই সুপারস্টারকে!

অভিনেতাকে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে হায়দরাবাদের চিক্কাদাপল্লী থানার পুলিশ গ্রেফতার করে। এরপর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর নামপালি আদালত অভিনেতা আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা ৪ ডিসেম্বরের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার স্ক্রিনিংয়ের আগে পুলিশ ব্যবস্থা চেয়েছিল। কারণ আল্লু অর্জুন নিজে উপস্থিত থাকবেন এবং বড় সমাবেশ প্রত্যাশিত ছিলো। তাই হয়েছিলো, শুধু প্রত্যাশিত পুলিশি নিরাপত্তা পাওয়া যায়নি।

উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ দ্য রুল’ সিনেমায় পুষ্পা রাজের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং শ্রীভল্লির চরিত্রে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাহাদ ফাসিল। এছাড়াও রয়েছেন জগপতি বাবু, ধনঞ্জয়া, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। সিনেমাটি এরই মধ্যে সবচেয়ে কম সময়ে হাজার কোটি রুপির বেশি আয় করছে যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন