নিজস্ব প্রতিবেদক :
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশি নাগরিকদের ১৩ মার্চ বিকাল ৫ টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই এবং দু দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল থাকবে।
জানা যায়, বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী।
তিনি আরো জানান, শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থায় কর্মরতরা ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশ প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বাংলাদেশ সরকার। শুরু মাত্র চীন,ইরান,ইতালি ও দক্ষিন কোরিয়ার নাগরিকদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইনসেরে জেমী জানান, এখনো পর্যন্ত আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে আমদানি রপ্তানি বন্ধের কোনো নির্দেশনা আসেনি।