জাতীয় ডেস্ক:
১৩ জন চিকিৎসককে সম্মাননা দিয়েছে লাইফস্প্রিং। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চিকিৎসকদের হাতে সম্মাননা তুলে দেন লাইফস্প্রিং পরিবার।
পদক দেয়া হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, নাক কাল গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লাসহ স্বনামধন্য ১৩ চিকিৎসককে।
পদক পেয়ে অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা গণমাধ্যমকে জানান, শিশুদের জীবন বাঁচানোর চেয়ে অধিক আনন্দ আর কিছুতেই নেই। তবুও এ ধরনের সম্মাননা দায়িত্ববোধকে আরো বাড়িয়ে দেয়।
আমৃত্যু শিশুদের জন্য জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেন ডা. ফাতেমা।
এদিকে লাইফস্প্রিং-এর প্রতিষ্ঠাতা সাইয়েদুল আশরাফ কুশল বলেন, শুধু মানসিক স্বাস্থ্য নয়, মানুষের জীবনের গুণগত মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তারা।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠানটি ২০১৭ সালে তাদের যাত্রা শুরু করে। ‘ফ্যামিলি ফার্স্ট’ শিরোনামে অনুষ্ঠিত প্রথম সামিটে দেশের শীর্ষ বিজ্ঞানী, পুলিশ কর্মকর্তা সহ হাজারো সেবা গ্রহীতা অংশ নেন।