হোম সোশ্যাল মিডিয়া ১২ লাখ ‘রোহিঙ্গা মেহমান’ যেন আগামী ঈদ নিজ দেশে করতে পারে: প্রধান উপদেষ্টা

১২ লাখ ‘রোহিঙ্গা মেহমান’ যেন আগামী ঈদ নিজ দেশে করতে পারে: প্রধান উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

অনলাইন ডেস্ক:
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা যেন আগামী ঈদ নিজেদের মাতৃভূমিতে উদযাপন করতে পারে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার সকালে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে রোহিঙ্গাদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান ইউনূস।

তিনি রোহিঙ্গাদের ‘মেহমান’ হিসেবে উল্লেখ করে লিখেছেন— ‘আমাদের নিরাপদ ও আনন্দময় ঈদের মধ্যেও মনে রাখতে হবে, বিপদে পড়া ১২ লাখ মেহমান আমাদের দেশে আশ্রিত। আমরা দোয়া করি, তারা যেন আগামী ঈদ নিজেদের দেশে উদযাপন করতে পারে।’

এর আগে ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আয়োজিত ইফতার মাহফিলে একই প্রত্যাশার কথা জানান ইউনূস।

ওই অনুষ্ঠানে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। সেখানেও ইউনূস রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর তাগিদ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন