নড়াইল প্রতিনিধি :
আগামী ১২ ডিসেম্বর মাসের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ দাবিতে ঢাকায় ব্যাপক আন্দোলনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার শাহবাগ এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রনেতা আব্দুর রহমান মেহেদী, শাফায়াত উল্লাহ, রাফায়েতুল হক তমাল, তুহিন বিন আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান, লামিয়া খাতুন, শাহরিয়ার, কাজী ইয়াজুর রহমান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা ১২ ডিসেম্বরের মধ্যেই তার পদত্যাগ দাবি করছি। তা না হলে আমরা ঢাকার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। অফিস আদালত দোকানপাট খুলতে দেয়া হবেনা। এছাড়াও কঠিন ও ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি রয়েছে । ১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগের লক্ষ্যেই এখন থেকে আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করেন বিপ্লবী ছাত্র-জনতা।##