হোম অর্থ ও বাণিজ্য ১২২ পোশাক কারখানায় ফেব্রুয়ারির বেতন বকেয়া, ৭২৩-টিতে নেই ঈদ বোনাস

১২২ পোশাক কারখানায় ফেব্রুয়ারির বেতন বকেয়া, ৭২৩-টিতে নেই ঈদ বোনাস

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

অনলাইন ডেস্ক:
ঈদ ঘনিয়ে এলেও এখনও অনেক পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন ও বোনাস পাননি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ১২২টি কারখানা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। এছাড়া ৭২৩টি কারখানার শ্রমিকরা এখনও ঈদ বোনাস পাননি।

শিল্প পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে— বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার আওতাধীন মোট ২৮৯০টি পোশাক কারখানার মধ্যে ২৭৬৮টি ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে। তবে ৩০টি কারখানায় জানুয়ারি বা তারও আগের বেতন বকেয়া রয়েছে।

এদিকে, শ্রমিকদের সুবিধার্থে ৪২২টি কারখানা মার্চ মাসের অর্ধেক বেতন অগ্রিম পরিশোধ করেছে। শ্রম আইন অনুযায়ী পরবর্তী মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও অনেক কারখানা তা মানছে না।

৭২৩ কারখানায় এখনও বোনাস বাকি

শিল্প পুলিশের হিসাব অনুযায়ী, ২১৬৭টি কারখানা ইতোমধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করেছে। তবে ৭২৩টি কারখানা এখনও বোনাস দেয়নি, যা মোট কারখানার প্রায় ২৫ শতাংশ।

এছাড়া, দেশের মোট ৯৬৯৫টি শিল্প কারখানার মধ্যে ৬৬৭৩টি প্রতিষ্ঠান ঈদ বোনাস পরিশোধ করলেও ৭৮৬০টি কারখানায় এখনও মার্চের বেতন বকেয়া রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন