হোম ফিচার ১১ বছর পর আসছে ডন থ্রি!

বিনোদন ডেস্ক :

২০০৬-এ ফারহান আখতারের পরিচালনায় মুক্তি পেয়েছিল ডন। সিনেমাটি প্রযোজনা করেছিলেন রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। এরপর ২০১১ সালে ডন টু। দীর্ঘ ১১ বছরের ব্যবধান। আসতে পারে ডন থ্রি। ফারহান আখতার লিখছেন এই সিনেমার স্ক্রিপ্ট।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউড বাদসা শাহরুখ খানের সিনেমা জওয়ানের টিজার। সামনে এসেছে সিনেমার নাম এবং ধুঁয়াধার টিজার। শাহরুখ খানের ক্ষত বিক্ষত লুকে মাত নেটপাড়া। এর মাঝেই শাহরুখ ভক্তদের জন্য এসে গেল আরও একটি সুখবর। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ডন, ডন টু-এর পর এবার নাকি ডন থ্রি-তে দেখা যেতে পারে কিং খানকে। একাধারে বলিউডের অভিনেতা ও পরিচালক ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠতা রিতেশ সিধওয়ানির সোশ্যাল মিডিয়া কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।

ফারহান আখতারের প্রযোজনা সংস্থার তরফে এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষে মুক্তি পেয়েছিল তুফান । ২০২১ সালের ১৬ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর প্রায় এক বছর ফারহান ম্যাজিক দেখেনি দর্শক। কিন্তু দু-একদিন আগে এ সংস্থার সহ-প্রতিষ্ঠতা রিতেশ সিধওয়ানি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ল্যাপটপ নিয়ে খুব মনোযোগ সহকারে কাজ করছেন ফারহান। ক্যাপশনে রীতেশ লিখেছেন, ফারহান কোন কাজে ব্যস্ত কেউ কী আন্দাজ করতে পারছেন?

এ সিনেমার কমেন্ট বক্স জুড়ে ভক্তরা ডন থ্রি দেখার আর্জি জানিয়েছেন। সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজেই কী তাহলে ব্যস্ত রয়েছেন ফারহান? ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, তিনি নাকি সত্যিই জন থ্রি-র স্ক্রিপ্টের কাজ করছেন? ভক্তরা কিন্তু ফারহানের নতুন সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছে। ডন থ্রি-এর আশায় বুক বাঁধছে রুপালি পর্দার মিলখা সিং ওরফে ফারহান আখতারের অনুরাগীরা। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ডন ২। মাঝে কেটে গেছে ১১টা বছর। ফের কী রুপলি পর্দায় ডনের দেখা পাচ্ছেন দর্শক তারই অপেক্ষা।

দীর্ঘদিন পর কাজের মুডে দেখা গেল ফারহানকে। তবে ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে মুক্তি পেয়েছিল কেজিএফ-এর মতো ব্লকব্লাস্টার মুভি। জিন্দেগি না মিলেগী দোবারা , দিল চাহতা হ্যায়, ডন , ডন ২-এর মতো একগুচ্ছ সুপাহিট সিনেমার নাম জড়িয়ে রয়েছে ফারহানের ক্যারিয়ারের সঙ্গে।

ডন ও ডন টু-তে শাহরুখের সেই অনবদ্য অভিনয় তেরো থেকে তিরাশির মন জয় করেছিল। কিং খানের পাইপ লাইনেও রয়েছে বেশ কিছু সিনেমা। পাঠান, জাওয়ান-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে শাহরুখ ভক্তরা। এরপর যদি ডন থ্রি-তেও শাহরুখকে পর্দায় দেখা যায় তাহলে তো একেবারে কেল্লাফতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত পোস্ট

মতামত দিন