হোম বিনোদন ১১ বছরের দাম্পত্য ভাঙলেন নাটালি ও বেঞ্জামিন

বিনোদন ডেস্ক:

সম্প্রতি প্রায় ১১ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটালেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান ও তার স্বামী বেঞ্জামিন মিলেপিড।

এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, এ দম্পতি নিজেরা এখনও বিচ্ছেদের ঘোষণা করেননি।

মূলত অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টে নাটালিকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্র তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ইউএস উইকলির প্রতিবেদন অনুযায়ী, এ তারকা দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলে আলেফের বয়স ১২ বছর এবং মেয়ে আমালিয়ার ৬ বছর।

এদিকে গুজব উঠেছিল: বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে ২৫ বছর বয়সী এক জলবায়ুকর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।

একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, অভিনেত্রী তার বিয়ে বাঁচাতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন।

ইউএস উইকলির প্রতিবেদন থেকে আরও জানা যায়, নাটালি বিশ্বাস করেন, বেঞ্জামিনের অবৈধ সম্পর্কটি সংক্ষিপ্ত, কখনোই তা দীর্ঘ হবে না।

সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে নাটালি পোর্টম্যানকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরে নেয়া হয়। ১৯৯৪ সালে স্বাধীন চলচ্চিত্র লেওঁ-তে অভিনয়ের মাধ্যমে সিনেমা ক্যারিয়ার শুরু করেন। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন স্টার ওয়ার্‌স ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করার জন্য। ২০১১ সালে তিনি ব্লাক সোয়ান ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

নাটালি পোর্টম্যানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বিউটিফুল গার্লস, এনিহোয়ার বাট হিয়ার, হোয়ার দ্য হার্ট ইজ, ফ্রি জোন, থর: লাভ অ্যান্ড থান্ডার, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, লুসি ইন দ্য স্কাই প্রভৃতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন