হোম বিনোদন ১১ দিনে ৫০ লাখ দর্শকের চোখে ‘সানগ্লাস’

১১ দিনে ৫০ লাখ দর্শকের চোখে ‘সানগ্লাস’

কর্তৃক Editor
০ মন্তব্য 611 ভিউজ

সংকল্প ডেস্ক :

আফরান নিশো ও মেহজাবিন অভিনীত এবং কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘সানগ্লাস’। কমেডিধর্মী নির্মাণটি মাত্র ১১ দিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে।

মাসুদ উল হাসানের প্রযোজনায় নির্মিত হয় ‘সানগ্লাস’। ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।

অর্ধ কোটি দর্শক নাটকটি দেখায় ভীষণ খুশি নির্মাতা ও দুই তারকা।

এই সাফল্যে উচ্ছ্বসিত মেহজাবীন বলেন, “একটি কাজ করি দর্শকের ভালো লাগবে সেই প্রত্যাশা থেকেই। যখন দর্শক রেসপন্স করেন খুব ভালো লাগে। এটা খুশির খবর যে নাটকটি দ্রুতই এক কোটি ভিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। নিশো ভাইয়ের সঙ্গে সব সময় রোমান্টিক গল্প নিয়েই কাজ করা হয়। এবার করলাম একটি কমেডি নাটক। কাজ করতে করতে আমরাও প্রচুর মজা পেয়েছি।”

নাটকটির গল্প এমন—নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে হরেক রকমের সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম!

অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি এক সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়! এরপরেই জমে উঠে গল্প!

সম্পর্কিত পোস্ট

মতামত দিন