হোম অন্যান্যসারাদেশ ১১ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সংকল্প ডেক্স :

যাত্রাবাড়ীর কোনাপাড়া মুসলিম নগর এলাকায় একটি ১১ তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে আবির হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা আলাউদ্দিন জানান, যাত্রাবাড়ীর কোনাপাড়া মুসলিমনগর মদিনা চত্বর এলাকায় একটি ১১ তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আবিরের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগরের পীর কাশিমপুরে। বর্তমানে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন