হোম ফিচার ১১ আগস্ট ‘বড় সিদ্ধান্ত’ নেবেন নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক :

বলিউডে নাগার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘সত্যি বলতে আমি ১১ আগস্টের অপেক্ষায় রয়েছি। যদি এখানে গ্রহণযোগ্যতা পাই, পাশাপাশি দর্শকরা কতটুকু আমাকে উৎসাহ দেন, আপন করে নেন— এর ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেব।’

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। খুব শিগগিরই বলিউড সিনেমায় অভিষেক হচ্ছে নাগার। তবে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যৎ নিয়ে ১১ আগস্টের পর সিদ্ধান্ত নেবেন এই অভিনেতা।

নাগা চৈতন্য বলেন, ‘আশা করছি ১১ আগস্টের পর আমি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাব। দর্শকরা আমাকে গ্রহণ করবেন। এখানে সব অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করতে চাই।’ এর আগে দক্ষিণী সিনেমাজগত মাতিয়েছেন নাগা।

হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। আমির-নাগা চৈতন্য ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন— কারিনা কাপুর, মোনা সিং প্রমুখ।

সিনেমাটির পরিচালক ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন। সিনেমাটির অপেক্ষা অনেকদিন ধরেই করছেন আমিরের ভক্তরা। বিশেষ করে ফরেস্ট গাম্পের রিমেক বলেই প্রত্যাশা আরও বেশী। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করছেন নাগা।

আগামী ১১ আগস্ট এ সিনেমা মুক্তি পাবে। সিনেমাটিতে বলিউড সিনেমার দর্শকরা নাগাকে কতটুকু গ্রহণ করবেন তা দেখে পরেই বলিউডে, সর্বোপরি নিজের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন বলে নাগা এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই দক্ষিণী অভিনেতা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত পোস্ট

মতামত দিন