হোম অন্যান্যসারাদেশ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত

১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 605 ভিউজ

নড়াইল অফিস :

নানা আয়োজনে নড়াইলে  আজ ১০ ডিসেম্বর  হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

দিবসটি পালন উপলক্ষে, জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ নড়াইলের এই আয়োজনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা এসএ মতিন, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস সহ বিভিন্ন পেশার মানুষ ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন