ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে দশ কেজি গাঁজা সহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার রাত ১১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের রেল ক্রসিংয়ের উত্তর পাশে মাঝকান্দি-বোয়ালমারী পাকা সড়কে ঢাকা গাবতলী থেকে বোয়ালমারীর উদ্দেশ্য ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন এর একটি এসি বাসের (ঢাকা মেট্রো -ব১২১৯৭৩) গতি অবরোধ করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজার সহ দুইজনকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।
গ্রেফতারকৃত মোঃ আনিসুর রহমান (৩৯),পিতা মোফাজ্জল মোল্লা, মোঃ আমিনুল ফকির অরফে মনির (২৫),পিতা মঞ্জু ফকির উভয়ই বোয়ালমারী উপজেলার তেলঝুড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উক্ত দুই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ও৪১ ধারায় বোয়ালমারী একটি মামলা করা হয়েছে।