জাতীয় ডেস্ক :
২৮ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল গাইবান্ধা জেনারেল হাসপাতাল। হাসপাতালটি নামে ২০০ শয্যার হলেও অবকাঠামো ১০০ শয্যার। নানা অব্যস্থাপনার অভিযোগ উঠলেও জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের।
জানা গেছে, প্রতিদিন প্রায় ২০০ রোগী ভর্তি হয় জেলা হাসপাতালে। গত এক সপ্তাহে ১৩৯৫ রোগী চিকিৎসা নিতে ভর্তি হন জেলা হাসপাতালে। তাই শয্যা খালি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের মেঝে, বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
হাসপাতালটিতে ওষুধ লিখে দিলেও বাইরে থেকেই কিনতে হয়। ডাক্তার নাই, বেড নাই ও অপরিচ্ছন্ন পরিবেশে দুর্ভোগের শেষ নেই এমন অভিযোগ রোগী ও স্বজনদের।
১০০ শয্যার অবকাঠামো দিয়ে ২০০ শয্যার রোগীর চিকিৎসা সেবা চলছে। জনবল কম থাকায় সমস্যা হচ্ছে জানিয়ে যথাযথ সেবার চেষ্টা চলছে বলে জানান গাইবান্ধার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন।
তিনি বলেন, কয়েকদিন হলো আমাদের সাপ্লাই শেষ হয়ে গেছে। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমাদের একার পক্ষে দালাল বা বাইরের লোকজনকে কন্ট্রোল করা সম্ভব না। বর্তমানে চিকিৎসা সেবা দিতেই আমরা হিমশিম খাচ্ছি।
