অনলাইন ডেস্ক:
বোর্ড পরীক্ষায় কীভাবে কারচুপি করতে হবে, ছাত্র-ছাত্রীদের সেই বিষয়ে পরামর্শ দিয়ে আটক হয়েছেন এক প্রধান শিক্ষক। আটক শিক্ষক ভারতের মউ জেলার একটি বেসরকারি স্কুলের ম্যানেজার ও প্রিন্সিপাল বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের পরীক্ষা। সেই পরীক্ষায় কীভাবে কারচুপি করতে হবে-তা শিক্ষার্থীদের বুঝিয়ে দিচ্ছিলেন প্রিন্সিপাল প্রবীণ মাল।
এসময় এক শিক্ষার্থী মোবাইলে পুরোটা রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। আর ভিডিওটি প্রকাশের পরই স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। ভিডিওতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কোনো ছাত্র-ছাত্রী ফেল করবে না। সরকারি স্কুলের শিক্ষকরা আমার বন্ধু। তোমরা নিজেরা আলোচনা করে লিখতে পারো। কোনো উত্তর জানা না থাকলে ১০০ টাকা রেখে দেবে। পরীক্ষকরা চোখ বুজে তোমাদের নম্বর দেবে।’ নিজের বক্তব্য শেষে প্রবীণ বলেন, ‘জয় হিন্দ, জয় ভারত।’ এবারে বোর্ড পরীক্ষায় কারচুপি ঠেকাতে কড়া ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সিসিটিভির নজরদারি ও ভয়েস রেকর্ডিং রয়েছে সর্বত্র।