হোম আন্তর্জাতিক হোয়াইট হাউসকে বিদায় জানালেন ট্রাম্প

সংকল্প ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করে হোয়াইট হাউস ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন জানায়, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ত্যাগ করলেন তিনি।

আজ স্থানীয় সময় বুধবার সকালে বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প।

এর আগেই নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

এর আগে গত বছরের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জয়ী হন বাইডেন। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে ট্রাম্প পান ২৩২টি ইলেকটোরাল ভোট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন