জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁয়ওয়ে প্রকাশ্যে কুপিয়ে এক হোমিও চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দত্তের বাজারে রামদা দিয়ে হোমিও চিকিৎসক হারুন-অর- রশিদকে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে স্থানীয় রুবেল নামে এক যুবক।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রুবেলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে রুবেল ও তার মা বিউটি আক্তারকে আটক করে পুলিশ।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রুবেল নামে স্থানীয় এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে আহত করছেন হারুন-অর-রশিদকে। বিরতি দিয়ে উল্লাসের পর আবারও কুপিয়ে রক্তাক্ত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুন-অর-রশিদের। ভয়ে এগিয়ে আসেনি কেউ।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ রুবেলের বাড়িতে আগুন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা সময় সংবাদকে বলেন, দুপুরে নিজ দোকানে চা খাচ্ছিলেন হোমিও চিকিৎসক হারুন-অর-রশিদ। হঠাৎ তাকে ধাওয়া করে বাজারের রাস্তায় ফেলে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে রুবেল।
কেন এই হত্যাকাণ্ড- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল হারুন-অর-রশিদের কাছে ওষুধ বাকিতে নিতে চাইলে তাকে ওষুধ না দেয়ায় তার প্রতি ক্ষোভ ছিল রুবেলের। ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে।’
এ ঘটনায় রুবেল ও তার মা বিউটি আক্তারকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।